ডিজিটাল ডেস্ক,কলকাতা: একসময় স্বপন সাহার ছবিতে চুটিয়ে অভিনয় করেছিলেন অভিনেতা কৃষ্ণেন্দু চ্যাটার্জী।অগ্নি,সজনী,অচেনা প্রেম,প্রিয়া তুমি- র মত অসংখ্য ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।শুধু স্বপন সাহাই নন,সুজিত গুহর ছবি তোমায় ভালোবাসি তে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন কৃষ্ণেন্দু।
এছাড়া ও শঙ্কর রায়ের ছবি বাদশা দ্য কিং,কিছু পাওয়া কিছু চাওয়া ছবিতে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক মহল।এখানেই শেষ নয়,কৃষ্ণেন্দুর ঝুলিতে রয়েছে চিতা, সত্যমেব জয়তের মত প্রচুর সুপারহিট ছবিও। কিন্তু জানেন কি,কৃষ্ণেন্দুর অভিনয় জগতের হাতেখড়ি হয়েছিল সাংবাদিক বিজয় রায়ের সান্নিধ্যে!মিলন ভৌমিকের ছবিতেই তার ডেবিউ।
কৃষ্ণেন্দুর ছোটবেলা কেটেছে কাঁচরাপাড়া ভূত বাগান অ্যাথলেটিক ক্লাব সংলগ্ন এলাকায়। মাত্র দশ বারো বছর বয়সে অভিনয় জীবনে হাতে খড়ি হয়েছে তার। কৃষ্ণেন্দুর মামা তপন বন্দ্যোপাধ্যায় পরিচয় করিয়ে দিয়েছিলেন জ্ঞানেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। জ্ঞানেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় ভাঙ্গা গড়ার খেলা থিয়েটারের জন্য ওই সময় সুব্রতা চট্টোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয়ের জন্য একজন শিশু শিল্পীর প্রয়োজন ছিল।
পরবর্তী সময়ে সেই চরিত্রে অভিনয় করেন কৃষ্ণেন্দু। কেরিয়ারের শুরুটা থিয়েটার হলেও এরপর পড়াশোনা শেষ করে তিনি রুপালি পর্দায় পা রাখেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে কলির অর্জুন। এই ছবিতে বশির খান নামে এক খল নায়কের চরিত্রে অভিনয় করছেন কৃষ্ণেন্দু। এমন ভাবে আগামী দিনে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিক অভিনেতা, রইলো শুভেচ্ছা
0 Comments