ডিজিটাল ডেস্ক,কলকাতা : সংবাদ মাধ্যম ও গবেষণাধর্মী কাজে যুক্ত পেশাদারদের জন্য মুস্কিল আসান করতে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস ভারতীয় ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি নামে এক প্রকল্পের অধীনে ইন্ডিয়া ডাটা পোর্টাল এর কর্মশালা করল সোমবার কলকাতার প্রেস ক্লাবে।
এই ইন্ডিয়া ডাটা পোর্টালে ৬০ টি বিষয়ের সম্পূর্ণ তথ্য সংযোজিত আছে। খাদ্য থেকে কৃষি, দেশজ বাজেট, নির্বাচন,গ্রামাঞ্চল প্রগতি, আর্থ সামাজিক অবস্থারসমীক্ষা,পর্যালোচনা, এন এস এস ও,সরকারি বিভিন্ন প্রকল্পের তথ্য এই ডাটায় মিলবে। ডাটা বেস শব্দের সৃষ্টি ল্যাটিন শব্দ ডাটেম থেকে।বাংলায় বলা যায় উপাত্ত ঘাঁটি।এক্ষেত্রে অবশ্য বলা উচিত উপাত্ত সমাবেশ। এই ইন্ডিয়া ডাটা পোর্টাল ৩০টি উচ্চ ক্ষমতসম্পন্ন তথ্যপঞ্জি রক্ষা করে।
যেখানে আর্থিক সূচকে মুদ্রাস্ফীতি,বাজার অর্থনীতি,ব্যবসা নিবন্ধীকরণ, এম এন আর ই জি এ, কোভিড সংক্রান্ত, কর্মসংস্থান সংক্রান্ত তথ্যও আছে। এই ডাটাসেট নির্মাণ হয়েছে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে। যা ব্যবহারকারীদের প্রভূত সাহায্য করবে। সম্পূর্ণ নিখরচায় এই ডাটা পোর্টাল ব্যবহারকারী সহজ পদ্ধতিতে ব্যবহার করতে পারে, তাঁদের প্রয়োজন অনুযায়ী।
একদল দক্ষ পেশাদার এই ডাটা সেট নির্মাণ ও অত্যাধুনিক করার কাজে ব্রতী আছেন। মিডিয়া জগতের কর্মীদের সংবাদভিত্তিক প্রতিবেদন বা তথ্যভিত্তিক প্রতিবেদনের কাজে কিম্বা গবেষণাধর্মী কাজে নিখুঁত ও সর্বাধুনিক তথ্য পরিবেশন করবে এই ডাটা পোর্টাল। সংবাদ জগতের কর্মীরা বিস্তারিত জানতে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ইন্ডিয়া ডাটা পোর্টাল ডট কম এ যোগাযোগ করতে পারেন।
আপাতত ছয়টি ভাষায় এই পোর্টাল উপলব্ধ আছে। হিন্দি, বাংলা, ইংরেজি, মারাঠি, ওড়িয়া ও তেলেগু। প্রস্তুতি চলছে অন্যান্য ভাষার পোর্টাল তৈরির কাজে । সোমবার ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি সম্পর্কে অবগত করালেন ডাটা নির্মাণের অন্যতম গবেষক সংস্থার কার্যকরী পরিচালক ড: অশ্বিনী ছাত্রে।
0 Comments