নিউজ ডেস্ক,কলকাতা : প্রত্যেক বছরের মত এ বছরেও বৃহস্পতিবার পার্ক সার্কাসে ফিটনেস ফিজিওথেরাপি সেন্টারের ডিরেক্টর কাজী জুয়েফ ইসলামের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন হয়েছিল।
এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কোভিড জয়ী অনেক ডক্টর যেমন ডক্টর ইকবাল,ডক্টর সারিক,ডক্টর হায়দার,ডক্টর আসিফ নিজাম,ডক্টর আনোয়ার জামাল, উপস্থিত ছিলেন উর্দু একাডেমির ভাইস প্রেসিডেন্ট,ইসলামিয়া হসপিটালের ওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট, মাইনরিটি সেল এর প্রেসিডেন্ট,সেক্রেটারি, একতা ফাউন্ডেশন ও বিশিষ্ট প্লেয়ার নাসিম আখতার,বিজয় দাস,অভিনেতা সুমন ব্যানার্জী এছাড়াও অনেক সাংবাদিক।।
এই ইফতার পার্টির মাধ্যমে ফিটনেস ফিজিওথেরাপি সেন্টার এর ডিরেক্টর কাজী জুয়েফ ইসলাম বলেন সামনে ঈদ আসছে সবাই সুস্থ থাকুক,হাসি,খুশি ভালো থাকুক এটার আল্লাহর কাছে দোয়া করি।।
0 Comments