Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! পলাশের অভিনব প্রয়াস "কবিতার ক্যালেন্ডার"


ডিজিটাল ডেস্ক,কলকাতা,এপ্রিল,২০২২:
দশমিক পলাশের ভাবনার হাত ধরে বইয়ের পাতা থেকে কবিতা বেরিয়ে এসে দখল করেছে ক্যালেন্ডারের পাতা। গত ১৮ এপ্রিল ২০২২ সোমবার (৪- ঠা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ) বাংলা একাডেমি চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো দশমিক পলাশের সম্পাদনায় অভিনব ভাবনার প্রয়াস "কবিতার ক্যালেন্ডার"।


কবি সুবোধ সরকার,কৃষ্ণা বসু,ভবানিপ্রসাদ মজুমদার,বেবী সাউ,প্রসূন ভৌমিক,ব্রত চক্রবর্তী,রাজকুমার দাস,কালীদাস ভদ্র,সুস্মেলী দত্ত,সুখেন মণ্ডল,অয়ন বন্দোপাধ্যায়,সুকান্ত রায় সহ মোট ৩০ জন কবির কবিতা স্থান পেয়েছে এই কবিতার ক্যালেন্ডারে।



যে সমস্ত কবির কবিতায় সমৃদ্ধ কবিতার ক্যালেন্ডার তাদের বেশির ভাগ কবি উপস্থিত ছিলেন এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।সম্পাদক,কবি দশমিক পলাশ বলেন - তার এই অভিনব ভাবনার কারণ কবিতাকে বই,সভাকক্ষ,কিছু কবিতা প্রেমী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে কবিতা যাতে সর্বস্তরের মানুষের মধ্যে ঘরে ঘরে ছড়িয়ে যায়।


তিনি আরো বলেন - যারা তার এই অভিনব উদ্যোগের পাশে থেকে প্রত্যক্ষ ভাবে সাহায্য করেছেন তারা হলেন - মৃদুল বিশ্বাস,রাজকুমার দাস,সুকান্ত রায় এবং পত্নী অনুপমা। বেশ কিছু তরুণ কবির কবিতাও স্থান পেয়েছে এই ক্যালেন্ডারে। কবিতার ক্যালেন্ডারটি উৎসর্গ করা হয়েছে কবি সুনীতি বিশ্বাসকে।

Post a Comment

0 Comments