Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! পজেটিভ গ্রুপের আয়োজনে জমকালো ফ্যাশন শো


নিউজ ডেস্ক,কলকাতা,২০২২:
এখন বেশ কিছু শৈল্পিক চিন্তার পেশাদার স্টাইলের পরিকল্পনা করছেন। এমন কিছু পোষাক তৈরি হচ্ছে, যার অস্তিত্ব শুধুক্যাট ওয়াকের মঞ্চে। ফ্যাশন আজ আর উচ্চবিত্তের সমাজে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে গেছে আম জনতার কাছে। তাই রাজ্যে তথা কলকাতা জুড়ে বহু সংস্থাই ফ্যাশন ও স্টাইল শো করছেন। তাতে যোগ দিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালি ও অবাঙালির সন্তানেরা। কলকাতার এক এমনই এক পেশাদার সংস্থা যার নাম পজেটিভ গ্রুপ। তারই আয়োজনে রাজারহাটের এক হোটেলে হয়ে গেল মিস্টার, মিস ও মিসেস বেঙ্গল - ২০২২ এর জমকালো ফ্যাশন শো। উপস্থিত ছিলেন শ্রী হেমন্ত ভূজবাল, বিনিত দুবে টিনা, মানপ্রীত সিং, সম্প্রীতি পোদ্দার, চিত্রশিল্পী সাধন দে, সাজিত কৃষ্ণন কুট্টি, অনুরাধা কুট্টি,অমরিতা সিং, প্রমুখ। সংস্থার দুই কর্ণধার সঞ্চিত শর্মা, শিরিন আহুজা সকল বিজয়ীদের আন্তরিক ভাবে অভিনন্দন জানান এই ফ্যাশন শোতে।

Post a Comment

0 Comments