কলকাতা:- পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের আগমনের পবিত্র মুহুর্তে কলকাতার 'সীতারাম ঘোষ স্ট্রিট'-এর 'নব যুবক সংঘ' তাদের খুঁটিপুজো সম্পন্ন করল।
বলে রাখা ভালো 'নব যুবক সংঘ'-র কালীপুজো জনসাধারণের কাছে 'ফাটাকেষ্ট-র কালীপুজো' বলে বেশি পরিচিত।
তৃণমূল কংগ্রেস-এর অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, কলকাতা পৌরনিগম-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত,সঞ্জয় সহ একাধিক বরেণ্য ব্যক্তির উপস্থিতিতে আজ এখানকার খুঁটিপুজো সম্পন্ন হলো।
খুঁটিপুজো-র আগে এই পুজোর মূল উদ্যোক্তা প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানিয়েছেন, "এই বছর আমাদের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। আধুনিকতার ছোঁয়ার বদলে সম্পূর্ণ সাবেকি রীতি রেওয়াজ মেনে এখানে পুজো সম্পন্ন হয়। এই বছর ১২ অক্টোবর মায়ের মূর্তি উন্মোচিত হবে।
পুজোর পরে ৫ সহস্রাধিক নরনারায়ণের হাতে পরিধেয় বস্ত্র ও পঙক্তি ভোজনের মাধ্যমে তাঁদের পরিতৃপ্ত করা হবে।"
0 Comments