Header Ads Widget

Responsive Advertisement

NB News ! ছটপুজো উপলক্ষ্যে হাওড়ার ফুলতলাঘাটে জনজোয়ার !

ছবি :- মৃত্যুঞ্জয় রায় 

কোলকাতা (৩০ অক্টোবর '২২):- পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধনের সাথে সাথে হাওড়ার ঘাটগুলোয় বাঁধভাঙা জলের মতো আছড়ে পড়লেন ছটপুজো উপলক্ষ্যে আগত নরনারীবৃন্দ। 

রাজ্যের নদীকেন্দ্রিক অন্যান্য স্নানঘাট সহ বিভিন্ন পুষ্করিণীতে আজ ছটপুজো উপলক্ষ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ছটপুজো উপলক্ষ্যে হাওড়ার ফুলতলাঘাটেও আজ ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। হিন্দীভাষী বিহারী সমাজের ধর্মভীরু নরনারীগণ ছটপুজো-র জন্য যে কটা ঘাটে সমবেত হয়েছিলেন তার মধ্যে এই ঘাট ছিল অন্যতম।

ধর্মীয় উৎসবে সমবেত হওয়া নরনারীকে সম্মান জানাতে ফুলতলাঘাটে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সাবিত্রী দেবী সাউ, সেক্টর ইনচার্জ অঞ্জন চক্রবর্তী ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি বাপি মান্না, উত্তর হাওড়ার প্রাক্তন অধ্যক্ষ অরিজিৎ বটব্যাল, সহ স্থানীয় মালিপাঁচঘড়া থানার আধিকারিক ও পুলিস কর্মচারীবৃন্দ।

Post a Comment

0 Comments