ডিজিটাল ডেস্ক, জানুয়ারি,২০২৩: ২০২৩ সালে শান্তিনিকেতনের ‘দল নাট্যগোষ্ঠী’ তাদের নাট্যভ্রমণ শুরু করল ‘আসানসোল কথাভাষ্য’ নাট্যদলের আয়োজনে চার দিন ব্যাপি (১৯-২২ জানুয়ারী’২৩) ‘ষষ্ঠ কথাভাষ্য নাট্য উৎসব’-এর তৃতীয় দিনে (২১ জানুয়ারী’২৩) ‘আসানসোল রবীন্দ্র ভবন’ মঞ্চে তাদের ‘কমলা সুন্দরীর পালা’ নাটকটির মঞ্চায়ণ দিয়ে।
রবীন্দ্রনাথের লেখা সর্বশেষ ছোটো গল্প ‘মুসলমানির গল্প’ (১৯৪১ইং) অবলম্বনে রূপান্তরিত এই নাট্য ভাবনাটির রূপান্তর এবং প্রয়োগভাবনায় রয়েছেন ‘দল’ নাট্য সংগঠনের নির্দেশক এবং গবেষক বিভাস বিষ্ণু চৌধুরী। মঞ্চাভিনয়ে ছিলেন রূপ, রিম্পা, অভিষেক, দীপ, রওনক, ডিকচেন, সৌরভ, অনিশা, অরিন্দম, দিতি, সায়ন এবং বন্ধন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গীতাঞ্জলি দাস।
চারদিন ব্যাপি এই নাট্য উৎসবে সর্বমোট এগারোটি নাটক মঞ্চস্থ হয়েছে।
0 Comments