Header Ads Widget

Responsive Advertisement

OTT PLATFORM পথ চলা শুরু করলো "ফানপ্রাইম'

ডিজিটাল , কলকাতা:- বাংলার নতুন বছরের শুরুতেই বিনোদন জগতকে দু'দুটি নতুন উপহার দিয়েছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। প্রকাশিত হয়েছে 'পয়লা বিনোদন' প্রথম বর্ষের প্রথম সংখ্যা। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন সাংবাদিক অজন্তা সিনহা। এই সংখ্যায় রয়েছে সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র, অভিনেত্রী ও সংগীতশিল্পী স্বাগতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। বিষয়ভিত্তিক রচনা লিখেছেন, সুমন্ত্র সেনগুপ্ত এবং গৌরাঙ্গ দণ্ডপাট। রঙিন ঝকঝকে ১২০ পাতার এই ম্যাগাজিনে রয়েছে আরও আকর্ষণীয় কয়েকটি প্রতিবেদন। নতুন বাংলা বছরে, বাঙালি পাঠকের কাছে এই নিবেদন যথার্থই বিশেষ এক প্রাপ্তি নিয়ে এসেছে।

বিনোদন জগতে ওটিটি প্ল্যাটফর্ম এখন অতি জনপ্রিয় এক মাধ্যম। স্মার্টফোনের দৌলতে ওটিটি প্ল্যাটফর্মের নানা উপাচার এখন চাইলেই হাতের মুঠোয়। সারা বিশ্বের বিনোদন আয়োজন খুব সহজেই পৌঁছে যাচ্ছে দর্শকদের দরবারে। সেই ভাবনা থেকেই নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'ফানপ্রাইম'-এর পথ চলা শুরু হয়েছে। ভারত, বাংলাদেশ ও মধ্য প্রাচ্য এই তিনটি জায়গায় একসঙ্গে প্রকাশ পেয়েছে বাংলা বিনোদনের এই নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'ফানপ্রাইম'। এই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, দুই বাংলার সুপারহিট সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি এবং বাংলা গান।
এই মুহূর্তে কলকাতায় যে কয়টি ওটিটি প্ল্যাটফর্মের পরিষেবা আমরা পাচ্ছি, সেখানে উল্লেখযোগ্য মাত্র তিনটি। তার মধ্যে মাত্র একটির কাছে রয়েছে উন্নত প্রযুক্তি ব্যবস্থা। এই জায়গাটিতেই 'ফান প্রাইম'-এর প্রতিশ্রুতি তারা দেবে সেই মানযুক্ত উন্নততর প্রযুক্তি পরিষেবা, যা এই মুহূর্তে অন্য কোনও বাংলা ওটিটি প্ল্যাটফর্ম দিতে পারবে না। ওটিটি উপভোক্তারা এখানে পাবেন ভিডিও, অডিও এবং লাইভ টিভি-এক্ষেত্রেও 'ফানপ্রাইম' দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবৃত্তিকার সুমন্ত্র সেনগুপ্ত, সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও স্বাগতা মুখোপাধ্যায়, সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়, সাংবাদিক নির্মল ধর, লেখক, অধ্যাপক, গবেষক ও নাট্যবিদ গৌরাঙ্গ দণ্ডপাট এবং সমাজসেবী ও কলকাতা কর্পোরেশনের ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত ও সংস্থার কর্ণধার সুদীপ বসু।
এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবর্গের সামনে প্রকাশিত হয়েছে 'ফানপ্রাইম'-এর ফার্স্ট লুক। ল্যাপটপ ও স্মার্ট ফোনের মাধ্যমে সকলকে এর আকর্ষণীয় ফিচার গুলি দেখানো হয়েছে, যা এই রাজ্য আগে কখনও দেখেনি।

Post a Comment

0 Comments