ডিজিটাল ডেস্কঃ সামনে আসছে দুর্গা পুজো। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব।এই উৎসবকে ঘিরে সব ক্লাব থেকে শুরু করে অনেক বাড়িতেও এমনকি এখন বড় বড় অবসনেও এই পুজো হয়ে থাকে। প্রত্যেকটা পুজো খরচ করে নানা ভাবে কেও থিম পুজোতে খরচ করে কেও আবার সোশ্যাল অ্যাকটিভিটি আবার কেউ কালচারাল অনুষ্ঠান করে থাকে। তাদের থেকে ব্যাতিক্রম হলো বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
বিগত বছরের মতোই বৃন্দাবন মাতৃ মন্দির সর্বজনীন দুর্গা পূজা কমিটির এবারের নিবেদন নয়কো শুধুই পুজো... এই পূজা কমিটি সবার থেকে একটু আলাদা কিছু করার চেষ্টায় থাকে তাই তারা নিজেদের পূজার বাজেট থেকে টাকা বাঁচিয়ে আগামী দিনের প্রতিশ্রুতিবান কৃতিদের যারা আগামীর সমাজকে সমৃদ্ধ করবে তাদেরকে স্কলারশিপ দিয়ে থাকে।
প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তারা ৩,০০,০০০ টাকার সর্বমোট স্কলারশিপ দেবে।
এটি তাদের নবমতম বর্ষ।এই স্কলার শিপের জন্য আবেদন করতে নুণ্যতম শিক্ষাগত যোগ্যতা ১০+ যদিও পড়াশোনা ছাড়া অন্য ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নেই।
আবেদন করার জন্য এই লিংক এ ক্লিক করতে হবে 👇👇👇👇👇
www.brindabanmatrimandir.org
0 Comments