নিউ দিল্লি,জুন,২০২৩:-
নিউ দিল্লির মেট্রোভিউতে ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের ( বি আর এম জি এস ইউ) পরিচালনায় এক সর্বভারতীয় কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি এবং জেড আর ইউ সি সি মেম্বার ড: পরিমল কান্তি মন্ডল, সহ: সভাপতি এবং ডি আর ইউ সি সি মেম্বার শ্রী ইন্দুশেখর চক্রবর্তী, প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী আর আর বাগ, জেড আর ইউ সি সি মেম্বার শ্রী বলরাম মল্লিক এবং ১৫ টি রাজ্যের প্রতিনিধি বৃন্দ।
এই মিটিং এ পরিমল বাবু মাল গোদাম শ্রমিকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই এ ইউনিয়নের সফলতা যেমন পানীয় জল, শৌচালয়, বিশ্রামাগার, বীমা, উপযুক্ত কাজের পরিবেশ ইত্যাদি বর্ননা করেন, আগামী দিনে শ্রমিকদের নুন্যতম বেতন, পেনশন, পি এফ ইত্যাদি অতি শীঘ্র চালু করার জন্য অঙ্গীকার করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী আর আর বাগ মহাশয় আইনগত দিক দিয়ে ইউনিয়নের শ্রমিকদের বিনা পারিশ্রমিকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
রেলের বিভিন্ন জোনে একজন করে জোন ইনচার্জ গঠন করা হয়। ইস্টার্ন জোনে রঞ্জিত মন্ডল, সাউথ ইস্টার্ন জোনে অরুপ কৈবর্ত, সেন্ট্রাল জোনে নেসার আহমেদ, ইস্ট কোস্ট জোনে পঙ্কজ রাউথ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোনে শম্ভু মন্ডল, ওয়েস্ট সেন্ট্রাল জোনে রাজেশ সরকার, সাউথ ইস্ট সেন্ট্রাল জোনে কুশল নেয়ারে, ওয়েস্ট জোনে মহ: মুসাব্বিন হক, সাউথ সেন্ট্রাল জোনে কমল সরকার, নর্থ ওয়েস্টার্ন জোনে অশোক মন্ডল, ইস্ট সেন্ট্রাল জোনে রবি রঞ্জন কুমার, নর্দার্ন জোনে আশীষ বাউরী। প্রতিটি সদস্য একযোগে ইউনিয়নের সঙ্গে থেকে শ্রমিকদের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকারবদ্ধ হন।
0 Comments