স্টাফ রিপোর্টারঃ ভারত বর্ষের বৃহত্তম এনবিএফসি সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো ফিনান্স কলকাতায় টু-হুইলার ঋণের জন্য তিনটে নতুন পণ্য বাজারে নিয়ে এল। এই পণ্যগুলি হল, সেন্টাম, ভিআইপি প্রো ইনকাম প্রোগ্রাম ও সবসে খাস লোন প্রো। যেসব ক্রেতারা টু-হুইলার কিনতে চান, তাদের স্বপ্ন পূরণের জন্য এই পণ্যগুলি সহায়ক হবে।প্রো ভার্সন ক্রেতাদের আরও আকর্ষিত হবে।
এই বিষয়ে লার্সেন অ্যান্ড টুব্রো ফিনান্সের চিফ একজিকিউটিভ সঞ্জয় গারয়ালি বলেন, লক্ষ্য ২৬-এর কথা মাথায় রেখে নতুন পণ্যগুলি বাজারে আনা হয়েছে। ক্রেতারাও এর মাধ্যমে অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারবে। আমরা নতুন প্রজন্মের ক্রেতাদের কথা চিন্তা করে এই পণ্যগুলি বাজারে নিয়ে এসেছি।
এলটিএফ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বেতনভোগী ও স্বনির্ভর উভয়েই টু-হুইলার ক্রয়ের জন্য ঋণ নিতে পারবেন। ১৮-৬৫ বছর বয়সের মধ্যে বেতনভোগী ও স্বনির্ভর ব্যক্তিরা এই ঋণ পেতে পারেন।
0 Comments