Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla! ১৩২ তম ডুরান্ড কাপের ট্রফি ট্যুরের সূচনা হয়ে গেল



মৃত্যুঞ্জয় রায়,কলকাতা :
ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট।যা ২০টি শীর্ষ ভারতীয় ফুটবল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। ১৮৮৮ সালে সেনাবাহিনীর পরিচালনায় সিমলায় এই ডুরান্ড কাপ খেলা শুরু হয়। পরবর্তীকালে দিল্লিতে সরে আসে ডুরান্ড কাপ। শুরুতে শুধু ব্রিটিশ ভারতীয় সেনা দলগুলিই ডুরান্ড কাপে যোগ দেওয়ার সুযোগ পেত। পরে অন্য দলগুলিও খেলার সুযোগ পায়। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দল ৩টি ট্রফি পায়। সেগুলি হল ডুরান্ড কাপ, শিমলা ট্রফি ও প্রেসিডেন্টস কাপ। শুক্রবার নয়াদিল্লিতে ১৩২ তম ডুরান্ড কাপের ট্রফি ট্যুরের সূচনা হয়ে গেল।


সূচনা করেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।
১৩২ তম ডুরান্ড কাপের নতুন চমক,এবার দেশের সাথে সাথে বিদেশি দল যোগ দিচ্ছে। যোগ দিচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশের দলগুলি। এবারের ডুরান্ড কাপ শুরু হচ্ছে ৩ আগস্ট। প্রথম ম্যাচ হবে কলকাতায়। ৩ সেপ্টেম্বর ফাইনালও হবে কলকাতায়। এছাড়া গুয়াহাটি, কোকরাঝাড়, শিলংয়েও হবে ডুরান্ড কাপের ম্যাচ।


কলকাতার দলগুলির মধ্যে ডুরান্ড কাপে খেলছে এই টুর্নামেন্টের সফলতম দুই দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট এছাড়া মহামেডান স্পোর্টিং ক্লাব। বাকি দলগুলির মধ্যে আছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরালা এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং এফসি, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম, বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস ও নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

Post a Comment

0 Comments