Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! খেলতে খেলতে পড়ার জগত"Beyond Crayons"


ডিজিটাল কলকাতাঃ
মেঘের দেশে কিংবা রাজা রাণীর গল্প শুনে খেলতে খেলতে পড়ার জগৎ তৈরী করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইমন রায়। দক্ষিণ কলকাতায় ক্ষুদে শিশুদের জন্য নিজেই তৈরী করেছেন "Beyond Crayons" নামক একটি প্লে স্কুল। শনিবার তাঁর নিজস্ব এই প্লে স্কুলের সূচনায় তিনি বলেন, মূলত শিক্ষা দানের পাশাপাশি ক্ষুদে শিশুদের হৃদয়ের সঙ্গে মননের মিলন ঘটাতে দীর্ঘদিন ধরে এই প্লে স্কুলের ভাবনা। কি করবো, কেন করবো সেটা অনেক সময় ধরে ভেবেছি। আর সেই ভাবনা থেকেই এই প্লে স্কুল তৈরী।




তবে খুদে শিশুরা যাতে রং তুলিতে নিজেদের ক্যানভাসে চিত্র আঁকতে পারে এখানে সেই মানসিক দিকটা বজায় রাখা হবে।
তিনি বলেন, এমন একটা পরিবেশ তৈরীর চেষ্টা করা হবে যেখানে শিশুর শক্ত ভিত গড়ে দেওয়া যায়। তবে শুধু পড়া নয়, খেলার ছলে পড়ার অভ্যাস তৈরী করা হবে।


তাঁর সংযোজন, এই মুহূর্তে বৃহৎ পরিসরে ফ্যাকাল্টি না থাকলেও ৩/৪ জন নিয়ে এই স্কুলের পথ চলে শুরু হল। এদিন উপস্থিত হয়েছিলেন শিক্ষিকা মান্দিরা দেবনাথ, চিকিৎসক অরুণালোক ভট্টাচার্য।

Post a Comment

0 Comments