নিউজ ডেস্ক, কলকাতা: ঈশ্বরের আপন দেশে আপনাকে স্বাগত। হ্যাঁ হাউজ বোটে জলে ভেসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সাদরে আহ্বান জানাচ্ছে কেরালা পর্যটন বিভাগ। মঙ্গলবার কলকাতার এক পাঁচতারায় কেরালা পর্যটনকে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন কেরালার পর্যটন সচিব কে বিজু।
দেশের বিভিন্ন প্রান্তে কেরালা সরকারের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিভিন্ন প্রচার অভিযান শুরু হয়েছে বলে তিনি জানালেন।
সম্প্রতি টাইম ম্যাগাজিন তাদের ৫০টি গুরুত্বপূর্ণ গন্তব্যের মধ্যে কেরালাকে তুলে ধরেছে। তিনি কেরালার পর্যটন ব্যাখা করে বলেন, প্রত্যন্ত গ্রামগুলি এত আকর্ষণীয় যে মানুষকে মুগ্ধ করবে। ব্যাকওয়াটার শব্দটা কেরালার সাথে জড়িয়ে রয়েছে।
একইসঙ্গে ক্যারাভানে থাকার জায়গা, কেরালার হাউজ বোর্ড, জঙ্গলের লজ, আয়ুর্বেদিক টোটকা, গ্রামাঞ্চলের সবুজ বনানীর পাহাড় গুলির মধ্যে হেঁটে যাওয়ার উপলদ্ধি করতে পারবে।
এদিন কেরালার বিভিন্ন লোক শিল্প ও লোক সাংস্কৃতি তুলে ধরা হয়।
0 Comments