কলকাতা (১৪ অক্টোবর '২৩):- মহালয়ার পুণ্য লগ্নে কালীপুজোর জন্য মণ্ডপের খুঁটিপুজো সারল নব রাজা লেন সম্মিলনী।
এই বছর ২৫ তম বর্ষে পদার্পণ করল নব রাজা লেন সম্মিলনীর মাতৃ আরাধনা।
খুঁটিপুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অধ্যক্ষ সঞ্জয় রায়, সম্পাদক সমীরণ সরকার, কলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, সঞ্জীব ঘোষ, গৌরব দত্ত , দেবরাজ মণ্ডল সহ একাধিক ব্যক্তিত্ব।
0 Comments