সপ্তর্ষি সিংহ, কলকাতা :
বাংলাদেশের বাসিন্দা ২৩ বছরের যুবতী ইফরাত নাহার লাহিয়ার দেহে বাসা বেঁধেছিল ৪ কেজি ওজনের একটি টিউমার। দক্ষিণ কলকাতার এক বেসরকারি আইরিশ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক জি আই সার্জেন শুদ্ধসত্ব সেনের চিকিৎসায় বিরল সার্জারি হল।
এই সার্জারির বিষয়ে হাসপাতালের সিইও বলেন রাজ ভট্টাচার্য বলেন, কলকাতার এই হসপিটালে চিকিৎসার জন্য পূর্ব ভারত থেকে মানুষ আসছেন পরিষেবার জন্য। চিকিৎসক সেন জানান, টিউমারটি রোগীর দেহে এমনভাবে বাসা বেঁধেছিল যার ফলে প্যানক্রিয়াসে ক্যানসার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ফলে এই সার্জারি করতে একটা রিস্ক ছিল। সেই দিক থেকে কোনরকম আইসিইউতে রোগীকে না দিয়েও সফলভাবে সার্জারি করা হয়েছে। চার কেজি ওজনের টিউমারটি সার্জারি করতে যে কোনও মুহূর্তে অর্গ্যান ফল্ট করতে পারত সেই ভয় ছিল। চলতি বছরের অক্টোবরের মাঝে এই সার্জারি করা হয়।
এইসব রোগীদের সার্জারি করার বিষয়ে যে ভীতি রয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ভয়কে জয় করে এগিয়ে জেতে হবে। রোগ যতই জটিল হোক চিকিৎসা প্রযুক্তি উন্নত হচ্ছে ফলে সাফল্য আসবে। আমরা যদি সাফল্য আনতে পারি তবে বাংলা জিতবে। এমন রোগীর সার্জারি করেছি যিনি এখন ১০৪ বছরে জন্মদিন উদযাপন করেছেন।
0 Comments