Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! টাটা ম্যারাথনে কলকাতায় চার অ্যাথলিট


প্তর্ষি সিংহ, কলকাতা:- 

রাত পোহালেই শহরে শীতের সকালে দেশ-বিদেশের অ্যাথলেটিরা টাটা ম্যারাথনের দৌড় প্রতিযোগিতায় নেমে পড়বেন। তিলোত্তমার রাজপথে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন বিভিন্ন অ্যাথলেটিরা। শনিবার টাটা ম্যারাথন তাঁবুতে দেশের চার অ্যাথলেটি গোপী থোনাকল, শাওয়ান বারোয়াল, একতা রওয়াত, কেবতি রেশমা।

এদিনের সাংবাদিক সম্মেলনে কলকাতায় প্রথম এসে বেশ উচ্ছসিত অ্যাথলেটি গোপী। তাঁকে  প্যারিস অলিম্পিক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্যারিস অলিম্পিকের আগে কমনওয়েলথ গেমস রয়েছে সেখানে মনোনিবেশ করা লক্ষ্য। দিল্লি ও কলকাতার আবহাওয়া প্রায় সমান তাই খুব অসুবিধা হয় না। একইসঙ্গে নীরজ চোপড়া প্রসঙ্গে মন্তব্য করেন, তাঁর লড়াই আমার কাছে মোটিভেশন।

পাশাপাশি, একটা বলছিলেন, তিনি উত্তরাখন্ডের বাসিন্দা। স্কুলে যাওয়ার পথে বাসের জন্য দৌড়াতে হত। বাস না পেলে হাঁটতে হত এই জায়গা থেকে স্পোর্টসকে ভালোবেসে খেলায় আসা।

Post a Comment

0 Comments