রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি এলআইসির (LIC) ওপর ভরসা করে দেশের বেশিরভাগ মানুষ। সমাজের সব শ্রেণির চাহিদার কথা মাথায় রেখে বিমা পলিসি নিয়ে এল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ২৯শে নভেম্বর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) জীবন উৎসব প্ল্যান 871 নামে একটি নতুন বিমা পরিকল্পনা নিয়ে এল। এই প্ল্যানটি বিমা, সঞ্চয় এবং পেনশন সুবিধাগুলির একটি মিলিত পলিসি। LIC-এর জীবন উৎসব পরিকল্পনা হল একটি বিস্তৃত বীমা পরিকল্পনা যা নিশ্চিত রিটার্ন এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। এটি একটি অ-সংযুক্ত, অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত সঞ্চয় পরিকল্পনা যা সমগ্র জীবন বীমা।
এই প্ল্যানের প্রধান সুবিধা হল, এতে সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্প রয়েছে। পুরো জীবন পলিসির শর্তাবলীর জন্য প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ৫ বছর থেকে ১৬ বছর।
LIC জীবন উৎসব প্ল্যান অফলাইনে লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট, কর্পোরেট এজেন্ট, ব্রোকার, বিমা বিপণন সংস্থার পাশাপাশি অনলাইনে সরাসরি LIC ওয়েবসাইটে প্রদান করা যাবে।
0 Comments