নিজস্ব সংবাদদাতা,শান্তিনিকেতন :-
২০০৬ সাল থেকে শুরু করে আমরা ‘দল নাট্যগোষ্ঠী’ শান্তিনিকেতন, গত ১৯ বছর ধরে আশ্রমের বেদীতলে নাট্যচর্চা করে আসছি। নিয়মিত নাট্যচর্চার ধারাবাহিকতায় আমরা ‘দলবাজ’ নামক একটি সাপ্তাহিক অনলাইন নাট্যপত্র গত তিন বছর যাবৎ প্রকাশ করে চলেছি। নানা প্রতিবন্ধকতায় বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ হতে নতুন করে প্রকাশ হতে চলেছে।
সেই প্রকাশকালকে সাফল্যমণ্ডিত করতে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতী সংগীত ভবনের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড: মৃত্যুঞ্জয় প্রভাকর এবং ‘দিগন্তপল্লী মাতৃসংঘ ক্লাব’ শান্তিনিকেতন-এর সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কোনার মহাশয়। অনুষ্ঠানে তারা প্রকাশিত সাপ্তাহিক সমাচার সংখ্যাটি দুইজন ক্ষুদে শিল্পীর হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
0 Comments