Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // শহরে ৮ম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফাইনান্স সামিট !


নিউজ ডেস্ক, কলকাতা (ফেব্রুয়ারি,২০২৪):-

অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফাইনান্স ইনস্টিটিউশনস ওয়েস্ট বেঙ্গল এর সাথে অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া ৮ম মাইক্রোফাইন্যান্স সামিট কলকাতায় আয়োজিত হতে চলেছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আগামী ২২ ফেব্রুয়ারী এই সমিট আয়োজিত হতে চলেছে। 


কলকাতা প্রেসক্লাবে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডাঃ অলোক মিশ্র, কুলদীপ মাইতি, মনোজ নাম্বিয়ার, কার্তিক বিশ্বাস সহ বিভিন্ন মাইক্রোফাইন্যান্স সংস্থার কর্ণধাররা। এই বছর সামিটে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে পরিচালিত এমএফআই থেকে ৪০০-রও বেশি সিনিয়র কর্মকর্তা আসবে৷ এছাড়াও পূর্ব ভারত থেকে ৬০ টিরও বেশি এমএফআই থাকবে বলে জানানো হয়।

Post a Comment

0 Comments