Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // হিরো মোটরকর্প নিয়ে এল দুটি মডেল !


সপ্তর্ষি সিংহ: বিশ্বের বৃহত্তম স্কুটার এবং মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো Mavrick 440 ও Xtreme 125R 125cc দুটি নতুন মডেল লঞ্চ করল। শুক্রবার শহরের এক পাঁচতারায় সংস্থার পক্ষ থেকে নতুন দুটি মডেল লঞ্চ করা হল। এদিন উপস্থিত হয়েছিলেন টলি অভিনেতা নীল ও অভিনেত্রী তৃনা। এছাড়াও সংস্থার পক্ষ থেকে জোনাল বিজনেস হেড ডি স্বামীনাথন ও মার্কেটিং হেড গীতিকা। 

মোটরবাইকের বাজারে অত্যাধুনিক ডিজাইন সম্পন্ন দুটি বাইক লঞ্চ সম্পর্কে সংস্থার পরিকল্পনা বিষয়ে জানানো হয়, মূলত তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে এই বাইক কলকাতায় নিয়ে আসা হল।

Post a Comment

0 Comments