সপ্তর্ষি সিংহ : সুস্থ জীবনের লক্ষ্যে বিশ্ব নিদ্রা দিবসে পর্যাপ্ত পরিমানে ঘুমের বার্তা চিকিৎসকদের। স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত পরিমানে ঘুম আবশ্যিক বলে জানিয়েছেন চিকিৎসক রাজা ধর। বিশ্ব নিদ্রা দিবসে ঘুমের বিষয়ে সচেতনতা অবলম্বনে শুক্রবার বেসরকারি হাসপাতাল সিএমআরআই- এর পক্ষ থেকে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন পালমনোলজি চিকিৎসক রাজা ধর, চিকিৎসক অরূপ হালদার, চিকিৎসক ধীমান কাহালি সহ হসপিটালের বিভাগীয় প্রধান সোমব্রত রায়।
চিকিৎসক রাজা ধর এদিন বলেন, সমীক্ষা অনুসারে, বিশ্বের জনসংখ্যার প্রায় 30 শতাংশ মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন। যার মধ্যে 25 শতাংশ বয়স্কদের মধ্যে দেখা যায়। ঘুমের অভাবে কিছু ব্যক্তির মধ্যে টেনশনে মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা হতে পারে।
একইসঙ্গে উল্লেখ করেন, বিভিন্ন অঙ্গ প্রত্যেঙের চিকিৎসায় সার্জারি করা গেলেও এই রোগে কোনও সার্জারি পদ্ধতি উপলব্ধ নয়।
0 Comments