Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তীর মুকুটে নতুন পালক - রাষ্ট্রীয় প্রতিভা সম্মান !


নিজস্ব প্রতিবেদক,কলকাতা : 
'রাষ্ট্রীয় প্রতিভা সম্মান' পাচ্ছেন চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী। আগামী ২৮ এপ্রিল ২০২৪, নতুন দিল্লির তিনমূর্তি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দ্রন দিবাকরের হাতে পুরস্কার তুলে দেবেন।


দীর্ঘ তিরিশ বছর ধরে ছবি আঁকছেন দিবাকর। পেয়েছেন বহু পুরস্কার। বিভিন্ন বিষয় নিয়ে ছবি আঁকলেও, প্রকৃতিই তাঁর ছবির মূল বিষয়বস্তু। এই প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে আসছেন দিবাকর তাঁর ছবির মধ্য দিয়ে।

Post a Comment

0 Comments