Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান !


নিউজ এ বাংলা ,হাওড়া : 

'শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র' র দশম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২১ এপ্রিল রবিবার, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নাচ ও গানের পাশাপাশি থাকবে জ্যোতিষ নিয়ে আলোচনা। সেই সঙ্গে থাকছে গুণীজন সংবর্ধনা। 


১৭ এপ্রিল বুধবার, হাওড়ার শালকিয়ায়, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ, ডঃ নীলাদ্রি নারায়ণ বসু একথা জানান। 


তিনি বলেন "স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়া ও নতুন শিল্পীর প্রতিভার বিকাশই আমাদের লক্ষ্য। যে সমস্ত শিল্পী প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই করে চলেছেন, তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়াস আমাদের এই অনুষ্ঠান। শালকিয়ার বেনারস রোডে, 'অমরদীপ সব পেয়েছির আসর' - এর মাঠে এর জন্য আন্তর্জাতিক মানের স্টেজ তৈরি করা হবে। এই স্টেজে পারফর্ম করলে শিল্পীদের আত্ম বিশ্বাস বাড়বে।"

Post a Comment

0 Comments