সোশ্যাল মিডিয়ায় সেনসেশন তো বটেই তার প্রেজেন্স অনেক।কখনও ট্র্যাডিশনাল লুক কখনও ওয়েস্টার্ন লুক।তবে এই টুকুতেই থেমে নেই। মালয়ালি লুকেও তাকে দেখা গেছে।আসলে পোশাক বড়ো কথা নয় ,কিভাবে ক্যারি করছে এটাই ইম্পর্ট্যান্ট।মিডিয়া থেকে অভিনয় জগৎ এটা তো আমরা সবাই জানি।তবে ইদানিং কালে যাত্রা জগতেও জায়গা করেছে। ডিরেক্টর তন্ময় রায়ের রাজনন্দিনী মুভির পর এবার ডিরেক্টর মনোজিত কুমারের হাত ধরে আসছে "ভূতের প্রেম"।
এই মুভিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।এই ছবিতে সোমা ক্যারেটের এ দেখতে পাওয়া যাবে।পুরোটাই কলকাতায় শুটিং হয়েছে। এ ছাড়াও ডিরেক্টর চিরিঞ্জিত ঘোষালের প্রজেক্ট এ দেখতে পাওয়া যাবে।এই ছবিতে গীতিকার গৌতম সুস্মিত এর সাথে স্ক্রিনে দেখা যাবে প্রকাশ জে ডি ইনফোটেক ইউ টিউব এ।
আপ কামিং প্রজেক্টের কথা জিজ্ঞাসা করতে? প্রজেক্ট প্রচুর আসছে ।তার মধ্যে দুটো মুভি আর কিছু শর্ট ফিল্মের কথা চলছে। এছাড়া থিয়েটারে রিহার্সাল আর খুব তাড়াতাড়ি যাত্রার রিহার্সাল শুরু হবে।
এই গরমে শুট থাকলে নিজেকে কিভাবে প্রোটেক্ট করছো?
কাজ তো করতে হবে।তাই হালকা খাওয়া আর প্রচুর পরিমাণে জল খাচ্ছি।
বিয়ে বা প্রেম কি প্ল্যান?
জীবনে একা আছি ভালো আছি।কাজ করবো মা কে নিয়ে ঘুরবো।এই বেশ ভালো আছি।
খুব ভালো লাগলো।আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।
0 Comments