নিউজ এ বাংলা - গ্রীষ্মের দাবদাহের পর একটু বর্ষায় মানুষরা স্বস্থি পেলেও বর্ষায় যারা পথের ধারে,স্টেশন ,ঝুপড়ির পাশে থাকেন ঠিক এই সকল অসহায় দুঃস্থ মানুষের পাশে এগিয়ে এলেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথ গঞ্জের নিবাসী কিংশুক সরকার ওনার সহধর্মিণী কৃষ্ণা সরকার ব্যানার্জী ও তাঁদের সুযোগ্য সুপুত্র ঋতব্রত সরকার এবং শ্রীপদ দাস ও তাঁর সুপুত্র প্রশান্ত দাস এবং শ্রী কমল হালদার ও শ্রীমতি সাথী হালদারের সুযোগ্য পুত্র কৌশিক হালদার।এই পরিবার বর্গ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে সোদপুর ও পার্শ্ববর্তী স্টেশন ,পথের ধারে মানুষ,ঝুপড়ি বাসীদের হাতে তুলে দিলো বর্ষতি,ছাতা, ডাব,বস্ত্র ও ওষুধ।ওনাদের এই কাজটি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গঠনের একটি উল্লেখ যোগ্য ভূমিকা পালন করলো।
0 Comments