কলকাতা (১৩ আগস্ট '২৪) : ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি উৎসব হতে চলেছে ২৫ আগস্ট রবিবার, কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মেয়র ও রাজ্য মন্ত্রীসভার সদস্য ফিরহাদ হাকিম এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ।
উৎসবের প্রথম পর্বে থাকছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও কলকাতা, যাদবপুর, বর্ধমান, রবীন্দ্র ভারতী এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ব বিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা বিভাগের প্রথম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীকে পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে এ বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সফল, ক্লাব সদস্যদের ছেলে মেয়ে ও নাতি নাতনীকে পুরস্কৃত করা হবে।
এবার দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কার পাচ্ছেন প্রবীণ সাংবাদিক অমলেন্দু চট্টোপাধ্যায়। অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার দেওয়া হবে উদীয়মান অ্যাথলিট সাগর রায়কে।
দ্বিতীয় পর্বে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মনোময় ভট্টাচার্য্য।
 


 
 
 
 
 
 
0 Comments