Header Ads Widget

Responsive Advertisement

৫৬ বছরে পদার্পণ করলো কপালিটোলা সার্বজনীন দুর্গোৎসব


কলকাতা, সেপ্টেম্বরঃ দিন যত এগিয়েছে পাল্টে গেছে শহর থেকে শহরতলীর পুজো সাংস্কৃতি।। পুজোর পরম্পরা এক থাকলেও আড়ম্বরে হয়েছে নানা স্বাদের নানা বিষয়।। 


সেই নিয়মেই প্যান্ডেলে প্যান্ডেলে সাবেকি প্রতিমার জায়গায় এসেছে থিমের প্রতিমা।। প্যান্ডেলের সাজে এসেছে "থিমের" সাজ।।
বদলে গেছে দুর্গাপুজোর ঘারানা।। উত্তর কলকাতার বহু পুরনো সাবেকি বারোয়ারি পুজতেও নতুন ঘরানার চল শুরু হতে চলেছে।।

এসবের মধ্যেও ব্যতিক্রমী কপালিটোলা সার্বজনীন দুর্গাপূজা।। এই পুজো ৫৫ বছর অতিক্রম করে ৫৬ বছরে পদার্পণ করল।। আর এই দুর্গাপুজো এখনও সাবেকি ঘরানার ছোঁয়া প্রতীয়মান সময়ের সাথে বদলে যায়নি।। 


পুজোর পরিচালন ব্যাবস্থা অভিজ্ঞতার ছাপ সহজেই পাওয়া যায়।। এই পুজোর অন্যতম বিষয় হল পল্লীবাসীরা সবাই পুজোতে একসাথে যোগদান করেন।। কপালিটোলার এই দুর্গাপুজোর সবথেকে নজরকাড়া বিষয় হল সিঁদুর দান এবং প্রতিমা বিসর্জনে মহিলাদের অংশগ্রহণ করা।।

Post a Comment

0 Comments