Header Ads Widget

Responsive Advertisement

NB News ! ষষ্ঠ ইন্দ বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসব ২০২২ পরিচালনায় ওম সস্ত্রী ফিল্মস


ডিজিটাল ডেস্ক,কলকাতা :-
৯/১০ জুলাই , দু'দিনব্যাপী অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র উৎসব ।
এই উৎসবের শ্রেষ্ঠ শর্ট ফিল্ম (দ্য লাস্ট মিটিং)পরিচালনায় দেবাশীষ বিশ্বাস, শ্রেষ্ঠ পরিচালক, আবু সাফিয়ান বিপ্লব (কারাভান ৭১ )
শ্রেষ্ঠ অভিনেতা মানব শর্মা (লকডাউন), শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা গিরি (ঢাকি)
শ্রেষ্ঠ তথ্যচিত্র (ভোরের কথা) সত্যজিৎ দাশগুপ্ত,
শ্রেষ্ঠ স্টোরি বাংলাদেশ ( মর্নিং) মোঃ শফিকুল ইসলাম শামীম,
শ্রেষ্ঠ মিউজিক ভিডিও এ্যালবাম (আমার জল থৈথৈ) নির্মাল্য বিশ্বাস, এবং আরো অন্যান্য ১০ টি বিষয়ের উপর অন্যান্য চলচ্চিত্র নির্মাতা দের নির্মিত চলচ্চিত্র ,পুরস্কারে ভূষিত করা হবে । 
বিশাল বিশ্বাস জানান যে এ বছর ৪৯ টি ছবি জমা পড়েছে তার মধ্যে কুড়িটি ছবি প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে সেই কুড়িটি ছবির মধ্যে ১৭টি ছবি শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে এবং বাকি তিনটে বিশেষ সম্মান পুরস্কার পাবে। 

এবং প্রতিবছর অনলাইন চলচ্চিত্র উৎসবে আমরা সর্বোচ্চ ভিউয়ার বিষয়টি রাখি এ বছরও আছে এবছর সর্বোচ্চ ভিউয়ার মিউজিক ভিডিও এ্যালবাম (আমার জল থৈথৈ) সর্বোচ্চ ভিউয়ার পুরস্কার পাচ্ছে।
সঠিক বিচার ,সঠিক চলচ্চিত্র , যে 
নির্মাতারা তাদের অক্লান্ত পরিশ্রম করে যে চলচ্চিত্র গুলো তৈরি করে।
 তাদেরকে সম্মান দিতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। আশা করি আগামী বছর আরো ভালো কিছু আমরা আশা করব, আজ থেকে ঠিক ১ মাস ১০ দিনের মধ্যে আমরা কলকাতা প্রেস ক্লাবে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত করব। সকলকে আমরা স্বাগত জানাই অনুষ্ঠানে থাকার জন্য।

Post a Comment

0 Comments