Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! CSI এবার প্লাটিনাম জুবিলী, ভারতরত্ন ডক্টর বিধান চন্দ্র রায়ের


প্রতিদিন
একটু একটু করে দুষণ বাড়ছে। দিল্লি, পাঞ্জাবে মত দুষণ আক্রান্ত শহর কলকাতা। আতঙ্কিত পরিবেশবিদ থেকে চিকিৎসক গণ। ক্যাডিওলজি সোসাইটি অফ ইন্ডিয়া এবার তাদের বার্ষিক অনুষ্ঠানে সারা পৃথিবীর একাধিক হৃদ রোগের চিকিৎসকদের আমন্ত্রণ জানাচ্ছেন কলকাতায়। 



৭ ই ডিসেম্বর থেকে অনুষ্ঠান শুরু করার আগে ৬ ই ডিসেম্বর গ্লোবাল সাবমিট করতে চলেছেন হৃদরোগে পরিবেশ দুষণের প্রভাব।আজ কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে সেকথা ঘোষনা করলেন চিকিৎসক মৃনাল কান্তি দাস,চিকিৎসক ডি,পি,সিনহা, চিকিৎসক দেবব্রত রায়,চিকিৎসক কাজল গাঙ্গুলি প্রমুখ দায়িত্ব প্রাপ্ত সদস্যগণ।এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর স্বাতী নন্দি চক্রবর্তী।

Post a Comment

0 Comments