বিশ্ব সিনেমার আসরে, বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধিত্ব করতে চলেছেন, সংগঠনের সাধারন সম্পাদক প্রীতম সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রক, ভারত সরকারের উদ্যোগে, সম্প্রতি গোয়াতে শুরু হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। মাধুরী দিক্ষিত, সলমন খান, করন জহর, পঙ্কজ ত্রিপাঠি, সানি দেওল সহ দেশ বিদেশের সিনেমার সাথে যুক্ত বিখ্যাত সব তারকারা যোগ দিয়েছেন, এই অনুষ্ঠানে। এবার বাংলা থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে গোয়া পৌঁছে গেলেন, বেঙ্গল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সাধারন সম্পাদক প্রীতম সরকার।
এই বিষয়ে তিনি বলেন – প্রথমেই ধন্যবাদ জানাই বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক শ্রী কাঞ্চন ব্যানার্জি, সভানেত্রী হৈমন্তী ব্যানার্জি ও আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টর সঙ্ঘমিত্রা চৌধুরী –কে, আমাকে এই বৃহৎ কাজের সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জানাবো শ্রী অনুরাগ ঠাকুর –কে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। তথ্য সম্প্রচার মন্ত্রক, ভারত সরকারের সহযোগিতায়, গত বছর থেকে মহানগরে শুরু হওয়া এই, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল যথেষ্ট সুনাম অর্জন করেছে। প্রথম বছরেই, এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন - রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, রুদ্র প্রসাদ সেনগুপ্ত, মাধবী মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী সহ বাংলা চলচিত্র জগতের অনেক শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানের শুভ সুচনা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এই ফিল্ম ফেস্টিভ্যাল ঘিরে, অনেকেই বলতে শুরু করেছিলেন যে, রাজ্য সরকারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের কাউন্টার করতে, পশ্চিমবঙ্গে বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল নামক অনুষ্ঠানের শুরু করল, কেন্দ্রীয় সরকার তথা গেরুয়া শিবির। এই প্রসঙ্গে প্রীতম বাবু বলেন – আমরা কোন কিছুর কাউন্টার করার জন্য, এই উদ্যোগ গ্রহন করিনি, কলকাতা তথা বাংলাকে এমন একটি সিনেমার মঞ্চ আমরা উপহার দিতে চেয়েছি যেখানে বাংলা সিনেমার সাথে যুক্ত মানুষরা প্রাধান্য পাবে এবং মঞ্চের সামনের সারির চেয়ার গুলো শুধুমাত্র বাংলা সিনেমার তারকাদের জন্য থাকবে। নতুন ছেলে মেয়েদের জন্য আগামী দিনের কাজ শেখার সুযোগ থাকবে এবং সকল শিল্পীদেরই, আমরা স্বাগত জানাতে প্রস্তুত আছি।
0 Comments