Header Ads Widget

Responsive Advertisement

অ্যাসোসিয়েশন অফ আকাশবাণী এবং দূরদর্শন ইঞ্জিনিয়ারিং এম্প্লয়িজ নব প্রযুক্তির দাবি জানালো কেন্দ্রের কাছে


নিউজ ডেস্ক :
অল ইন্ডিয়া রেডিও স্টেশন এবং দূরদর্শন দীর্ঘদিন ধরে মানুষকে সমস্ত রকম পরিষেবা দিয়ে আসছে। নানাভাবে মানুষকে বিনোদনের রসদ যুগিয়ে আসছে টেলিভিশনের সেই সাদা কালো যুগ থেকে।



এমনকি যখন এফএম এর চল হয় নি, রেডিও স্টেশন মানেই ছিল শুধুই এআইআর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তা সত্ত্বেও স্টেশন গুলি বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ জানালো অ্যাসোসিয়েশন অফ আকাশবাণী এবং দূরদর্শন ইঞ্জিনিয়ারিং এম্প্লয়িস। তাদের মূল দাবি, নব প্রযুক্তিতে সেই সমস্ত স্টেশনগুলোকে উন্নীত করা হোক।




যাতে করে প্রত্যন্ত অঞ্চল যেখানে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন ছাড়া অন্য কিছুই সম্প্রচারিত হয় না সেখানকার সাধারণ জনগণও যেন খবর পাওয়া থেকে বঞ্চিত না হয়। এই বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পুলক রায়, সাধারণ সম্পাদক অনিল কুমার এস, জাতীয় মুখপাত্র চন্দ্রশেখর প্রমুখ।

Post a Comment

0 Comments