নিউজ ডেস্ক: পেস মার্ট বলে যে কোম্পানিটি আছে এটা মূলত একটা অ্যপ। যার মাধ্যমে বিল পেমেন্ট, রিচার্জ, ট্রেনের টিকিট বুকিং করা এইসব কিছু করা যাবে এই পেস মার্টের মাধ্যমে। এই পেস মার্টের যতজন এমপ্লয়ী আছেন হায়দ্রাবাদে তাদের নিয়ে ৬ই মার্চ একটি গ্র্যান্ড সেমিনার করা হয়েছিল।
এখানে যারা যারা বেস্ট এমপ্লয়ী তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। এই পেস মার্ট যেই অ্যপটি রয়েছে সেখানে আরো একটি সুবিধা রয়েছে এটা ফোন পে, গুগল পের মতোই কাজ করে। তবে এটায় এক্সট্রা রিওয়ার্ড পায় তারা। যেটা ক্যাশ হিসাবে ব্যবহার করে।
এটাই পেস মার্টের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সুবিধা। তার থেকেও বড়ো একটা জিনিস আমরা সবাই সেদিন সাক্ষী ছিলাম ডিজিটাল কারেন্সি যেটার দিকে আমরা আস্তে আস্তে সবাই মুভ করছি পেস মার্ট টোকেন বলে এক কোটি কারেন্সি লঞ্চ করা হয়েছে যেটা এখনো পর্যন্ত মার্কেটে এই মুহূর্তে avalible। যারা যারা চাইলেই কিনতে পারে।
এই পেস মার্ট টোকেন লঞ্চ ইকবাল দুরানীর হাত দিয়ে। ইকবাল দুরানী একজন বিখ্যাত ডিরেক্টর এবং প্রোডিউসার বলিউড ইন্ডাস্ট্রির। এছাড়া ওখানে উপস্থিত ছিলেন পার্থ সারথি চক্রবর্তী। তিনি হলেন টলিউড অ্যক্টর। এদের উপস্থিতিতেই এটা লঞ্চ হয়।
এটা আমরা সবাই বলতেই পারি এই টোকেনটার সাথে সাথে আমরা ডিজিটাল কারেন্সির দিকে মুভ করলাম। এই প্রোগ্রামে প্রায় ১০০ জন এমপ্লয়ী ছিলেন। যাদের মধ্যে বেস্ট ২০ জনকে রিওয়ার্ড দেওয়া হয়েছে।
0 Comments