Header Ads Widget

Responsive Advertisement

NB News! "গ্লোবাল এচিভার ইন্টারন্যাশনাল অ্যায়ার্ড - ২০২২"এ সন্মানিত হলেন বিশিষ্ঠ কবি ও সাংবাদিক রাকেশ দেবনাথ

ডিজিটাল ডেস্ক :- সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি, লেখক ও সাংবাদিক রাকেশ দেবনাথকে দেওয়া হয় "গ্লোবাল এচিভার ইন্টারন্যাশনাল অ্যায়ার্ড - ২০২২"। 




রবিবার মহারাষ্ট্রের নাগপুর শহরের হোটল দুয়ারকামাই এ আন্তর্জাতিক শিক্ষক দিবস কনফারেন্সের মাধ্যমে এই সম্মাননা প্রদান করেন সমতা সাহিত্য একাডেমি। 





এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ও সভাপতি আশ্রম গান্ধী পুরী, ইন্দোনেশিয়া পদ্মশ্রী আগুস ইন্দ্রা ওদয়ানা, সাহিত্যিক অরুনা সভানে, সমাজ সেবক মতীন তমন্না, 'স্লম সংস্কার' এর প্রতিষ্ঠাতা ও প্রফেসর বিজয় বারসে সহ সমতা সাহিত্য একাডেমির সভাপতি ড. দেবানন্দ এস. টান্ডেকর।





রাকেশ দেবনাথ একজন প্রতিষ্ঠিত লেখক ও সাংবাদিক। তিনি বর্তমানে 'সংবাদ সফর' ও 'সাইরেন নিউজ' নামক পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার কাজের সাথে নিযুক্ত রয়েছেন। তার লেখা বইয়ের সংখ্যা অনেক। 



রাকেশ এখন পর্যন্ত ২৩টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সহ দুটি স্বর্নপদক, দুটি রৌপ্যপদক পেয়েছেন তার সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা এবং সমাজসেবামূলক কাজের জন্য। 




সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য রাকেশ দেবনাথকে এই বছরের "গ্লোবাল এচিভার ইন্টারন্যাশনাল অ্যায়ার্ড - ২০২২" প্রদান করে সমতা সাহিত্য একাডেমি"।

Post a Comment

0 Comments