Header Ads Widget

Responsive Advertisement

NB NEWS ! শিক্ষক দিবসে একাধিক গুণী মানুষ ওই ধর্ণামঞ্চে

নিউজ ডেস্ক :গত সোমবার ছিল ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান আন্দোলনের ৫৪০ দিন।শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে বঞ্চিত, নিপীড়িত তাঁরা।কোনো একদিন এঁরা স্বপ্ন দেখেছিলেন বিদ্যালয়ে শিক্ষকতা করবেন।সে স্বপ্ন আজ অতীত।এঁরা বসে আছেন পথের ধারে।ছাত্রছাত্রীদের কলতানের জায়গায় জুটেছে পুলিশের লাঠির আঘাত।তাঁও দমে যাননি তাঁরা।লড়াই চালিয়ে যাচ্ছেন।কারন তাঁরা যে সমাজ গড়ার কারিগর।



তাই শিক্ষক দিবসে একাধিক গুণী মানুষ ওই ধর্ণামঞ্চে ওদের সমর্থনে আসেন।ওই মঞ্চের পক্ষ থেকে একাধিক মুখপাত্র চোখের জল ফেলে বলেন,নবম থেকে দ্বাদশ পর্যন্ত এস এস সিতে উত্তীর্ণ হওয়ার পরেও ওরা শিক্ষকতায় জয়েন করতে পারেনি।ওদের বদলে অল্প মেধা,এমন কি শূন্য মেধার ক্যান্ডিডেট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে।সেই চাকরি বিক্রি করেছে সরকারি আধিকারিক মন্ত্রী সহ অজস্র রাজনৈতিক নেতারা।আন্দোলনকারীদের অধিকাংশই দরিদ্র ঘরের ছেলে মেয়ে।তাদের বাবা মায়েরা কোথাও জমি বিক্রি করে,কোথাও ঘরের গয়না বিক্রি করে ছেলে মেয়েদের এমএ / বিএড পাশ করিয়েছে।



সেই বাবা মায়েরা আজ অসুখে ওষুধ পাচ্ছে না।খাবার পাচ্ছে না।আন্দোলনকারীদের দাবি যথাযথ মূল্যায়ন হলে ওরা আজ কোনো না কোনো স্কুলে শিক্ষক হয়ে ছাত্র /ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস পালন করত।ওরা আর সহানুভূতি চায় না,চায় কাজ।ওই ধর্ণা মঞ্চে অনেকেই আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে।তবু তারা বাড়ি ফিরে যায় নি।আন্দোলন চালিয়ে যাচ্ছে।ওদের ব্যবহারযোগ্য কোনো শৌচালয় নেই।এমন কি পাশেই সরকারি অফিসের শৌচালয় যাতে ব্যবহার না করতে পারে তারজন্য সরকারের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে।


একদিকে কোনো কোনো নেতা মন্ত্রীর বাড়িতে চাকরি বিক্রির কোটি কোটি টাকা আরেকদিকে এই অসহায় চাকরি প্রার্থীদের দেখে বোঝা যায় তীব্র বৈষম্য।নানা প্রতিকূলতার মধ্যে সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও ওরা ধর্ণা আন্দোলনে অবিচল।গান্ধীর দেশে গান্ধীর দেখানো অহিংস আন্দোলনের মাধ্যমে ওরা গান্ধী মূর্তির পাদদেশে ৫৪০ দিন ধরে কাঁদছে।ওদের চোখের জলে আছে দৃঢ় প্রত্যয়।

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা,প্রাক্তন তৃণমূল ও বর্তমানে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ মহাশয়, অধ্যাপক পঙ্কজ রায় মহাশয়, অধ্যাপিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য্য মহাশয়া, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ নারায়ন চক্রবর্তী মহাশয় এবং অবশ্যই রূদ্রনীল ঘোষ মহাশয় ও দীপ্তিমান বসু মহাশয়,স্মৃতিকণা রায়।

রুদ্রনীল ঘোষ সরকারের এসএসসি দুর্নীতির তীব্র সমালোচনা করে নিজের লেখা একটা প্রতিবাদী কবিতা পাঠ করে শুনিয়ে তিনি শিক্ষক দিবসে সর্বপল্লী শ্রীরাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানান। আন্দোলনকারীদের প্রতিবাদ ফলকে জ্বল জ্বল করছে একটি লেখা ‘ সহানুভূতি নয় , কাজ চাই'।পরিশেষে সম্মান জানানো হয়েছে সেই সকল সাংবাদিক বন্ধুদের, যাঁরা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা মোর্চার পক্ষ থেকে মিডিয়া সেলের ইনচার্জ সমাপ্তি রায়।

Post a Comment

0 Comments