দেবারতি ঘোষ,কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল অপর্ণা সেন পরিচালিত ছবি 'দ্য রেপিস্ট'।এই ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন অপর্ণা সেন।২০২১ সালে তৈরি হওয়া এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল,কঙ্কনা সেন শর্মা,তন্ময় ধনানিয়া সহ অন্যান্যরা।
ছবিতে রয়েছে তিনটি মুখ্য চরিত্রের জার্নি।হিন্দি ভাষায় তৈরি ২ ঘন্টা ১২ মিনিটের এই ছবিতে প্রযোজনা করেছেন সমীর নায়ার, শুভা শেট্টি,দীপক সেগাল,সুচন্দা চ্যাটার্জী।ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল চোখে পরার মত।আসলে কিছু কিছু ছবি তৈরি হয়,যেখানে সিনেমা-আঙ্গিকের শৈলীকে ছাপিয়ে বড় হয়ে ওঠে ছবির বিষয়ের চিন্তা-ভাবনা। এই চিন্তা-ভাবনার নবজাগৃতি সিনেম্যাটিক পরিসরকে টপকে তখন কড়া নাড়ে আমাদের চিরন্তন সামাজিক বোধকে।
অপর্ণা সেনের 'দ্য রেপিস্ট' সেই জাতের ছবি।'দ্য রেপিস্ট' উঁচুমানের ছবি শুধুমাত্র তার ভাল অভিনয়, ভাল ক্যামেরার কাজ বা দারুন পরিচালনার গুণে নয়। বরং এগুলো গৌণ। এই ছবির শ্রেষ্ঠত্ব, এই ছবির সফলতা তার বিষয়-দর্শনে নব প্রক্ষেপণের দৌলতে। ধর্ষণ নিয়ে চিরাচরিত সমস্ত 'ট্যাবু'কে ভেঙে-গুঁড়িয়ে এক নবচৈতন্যের আলোয় আলোকিত মহাকালের সামনে আমাদের দাঁড় করিয়ে দেন অপর্ণা সেন।
ছবির যাবতীয় ভাল-মন্দের মাপকাঠিকে নস্যাৎ করে দিয়ে এই ছবি গুরুত্ব পায় মানব-চেতনার সামাজিক নবজাগরণ হিসাবে।তাই স্বাভাবিক ভাবেই এই ছবিটি মন ছুঁয়েছে দর্শকদের।
0 Comments