Header Ads Widget

Responsive Advertisement

NB News! যে রাঁধে সে চুলও বাঁধে


নিউজ ডেস্ক :-
কথায় বলে 'সংসার সুখের হয় রমনীর গুনে', এবং আমাদের সকলের প্রিয় পারমিতা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত ২৬ শেষ জুন রবিবার সন্ধ্যায় দমদমের প্রখ্যাত আম্রলি ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠিত হল পারমিতার আদরের পুত্র শাহীনের উপনয়ন উপলক্ষে আয়োজিত বিশেষ ডিনার পার্টি।



উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত প্রদ্যুৎ মুখার্জী, ইন্টিরিয়র ডিজাইন কনসালটেন্ট আকাশ বণিক,মিডিয়া কর্নধার হৃত্বিক মুখার্জী, তসম্ ফ্যাশন স্টুডিওর কর্নধার প্রমিত মুখার্জী, সাংবাদিক সাহেব মিত্র, অভিনেত্রী শ্রেয়া সহ আরও অনেকে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাহারে এক উজ্জ্বল মায়াবী আলোয় ভরে উঠেছিল গোটা পরিবেশ।


এবং এই সমস্ত কিছুর তদারকি খুব সুন্দর ভাবে করলেন পারমিতা এবং তার পরিবার। ডিজাইনার শাড়ি এবং মানানসই গয়নায় অপরূপা পারমিতার সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দিয়েছিল তার মিষ্টি হাসি এবং গর্বিত এক ঔজ্জ্বল্য। আমাদের তরফ থেকে র‌ইল শাহীনের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা এবং পারমিতা ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।

Post a Comment

0 Comments