ডিজিটাল ডেস্ক :- "পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন মাতে...৷" না, নতুন গানের ছন্দ নিয়ে কথাটা এই সময়ে দাঁড়িয়ে বলতে একটু সংকোচই হয় । কারণ পুজোর গান আর পুজোর ক্যাসেটের দিন আজ অতীত । একটা সময় ছিল যখন পুজোয় নতুন কী বাংলা গান আসছে, তার অধীর অপেক্ষায় থাকত মানুষ । একইরকম উন্মাদনা ছিল পত্রিকার শারদ সংখ্যা নিয়েও । পুজোবার্ষিকী বই অবশ্য এখনও আসে । কিন্তু পুজোর গান আসে কই ?
ক্যাসেটের কথা না-হয় বাদই দিলাম । সেই জায়গা অনেকদিন আগেই নিয়েছে সিডি । আর এখন সেটাও চলে গিয়ে হয়েছে মিউজিক ভিডিওর চল। আর এই মিউজিক ভিডিও চলছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিও পোস্ট করা হয় youtube, facebook , Instragram। কিন্তু পুজোর জন্য সেই হইহই করে গান আসার হিড়িক আজ আর নেই । বরং সেই ফাঁকা জায়গা আজ পূরণ করেছে পুজোর থিম সং (Durga Puja Theme Song)। যা কোনও বিগ বাজেটের পুজোর জন্য তৈরি হয় ।
তবে এবার "flixbug Music" এর উদ্যোগে বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে দুর্গা পূজার বিশেষ গান পুজোতে আসতে চলেছে। এই পুজোর বিশেষ গানের কথাঃ সৌরশ বন্দোপাধ্যায়ের, গানটি গেয়েছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ঠ শিল্পী নচিকেতা চক্রবর্তী,আর কম্পোজ করেছেন : শমীক সিনহা। খুব শীঘ্রই গানটা আসতে চলেছে।সেই গানের পোষ্টার লঞ্চ হয়ে গেল।এবার শুধু গানটা আসার অপেক্ষায়।আশা করি এই গান আবার আমাদের আগের মতোই পুজোতে মাতিয়ে তুলবে।
0 Comments