ডিজিটাল ডেস্ক :- অনুষ্ঠিত হয়ে গেল তুলির টানের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী। কভিডের বেড়া জাল থেকে বেরিয়ে মনের মুক্তাঙ্গে মুক্ত বিহঙ্গে তুলির টানের উদ্যোগে সবাই মেতে উঠলেন রবীন্দ্র জয়ন্তী উৎসবে। এই অনুষ্ঠানে কবির লেখা কবিতা থেকে শুরু করে ছিল তার লেখা গান। সবাই একসাথে মিলিত হওয়ায় ছিল এই অনুষ্ঠানের বিশেষ উদ্যেশ্য।অনুষ্ঠানের সূচনা হয় আনন্দ লোকে মঙ্গলালোকে গান দিয়ে।।
এছাড়াও এই অনুষ্ঠান কবিগুরুর বিভিন্ন গান দিয়ে যেমন "ও যে মানে না মানা",তিমিরও অব গুণ্ঠনে", সা ওনো গগনে",ধানের ক্ষেতে রৌদ্র ছায়া", তুলির টানের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠান টিকে সুন্দর ও সাফল্য মন্ডিত করে তোলেন। তুলির টানের কর্নধার নূপুর মুখার্জি তাঁর শিক্ষকদের মধ্যে যাকে যা দায়িত্ব দিয়েছিলেন তারা সেটা সুষ্ঠু ভাবে পালন করেন।
এই সুন্দর অনুষ্ঠানটি প্রত্যেকটা দর্শক দের মন ছুঁয়ে যায়। বৃষ্টিহীন আবহাওয়ার মধ্যে এই অনুষ্ঠান সুন্দর ভাবে পালিত হয়।। এই সুন্দর সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন
"তুলির টানের"কর্নধার নূপুর মুখার্জি।।
0 Comments