ডিজিটাল ডেস্ক :- আসন্ন দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তী।দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব।সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছেন "হর ঘর তিরঙ্গা"।সমগ্র ভারতবাসীকে একসূত্রে বাঁধতে তাঁর এই আহ্বান।সেই উপলক্ষ্যে আজ কলকাতা উত্তর শহরতলী জেলার অন্তর্গত বরানগর মন্ডল ২ এর ১১ নং ওয়ার্ডে পালিত হল "হর ঘর তিরঙ্গা" কর্মসূচী।
উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মহিলা মোর্চা পশ্চিমবঙ্গ শাখার রাজ্য প্রচার প্রমুখ ও বিগত পৌরভোটে ওয়ার্ডের বিজেপি প্রার্থী সমাপ্তি রায়, মন্ডল ২ এর সভাপতি সুরজিৎ দাস, সাধারন সম্পাদক সৌমেন দে, সহ সভাপতি বাসুদেব ঘোষ, মন্ডল যুব মোর্চা সভাপতি সুখেন সরকার, মন্ডল মহিলা মোর্চা সভানেত্রী রত্না ভৌমিক, মন্ডল ওবিসি মোর্চা সভাপতি কমল বেরা সহ ওয়ার্ডের সকল স্তরের বিজেপি কর্মীগন।ওয়ার্ডের মানুষের কাছে এই অনুষ্ঠানের বিশেষ সাড়া পাওয়া যায়।
এই অনুষ্ঠান চলাকালীন ওয়ার্ডের একজন সংখ্যালঘু চা বিক্রেতা কামান দা নিজে ইচ্ছে প্রকাশ করে জাতীয় পতাকা বিজেপি কর্মী সমর্থকদের থেকে সংগ্রহ করেন।যারা কিছু ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিজেপি দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভাজনের গল্প ছড়িয়ে বেড়ান, দেশাত্মবোধে উদ্বুদ্ধ এই ভাইটি হয়তো তাদের কাছে একটি উপযুক্ত জবাব।স্বার্থক হোক স্বাধীনতা।তার সাথে স্বার্থক হোক সর্ব ধর্ম সমন্বয়ের এই বন্ধন।
0 Comments