Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! প্রবীণ নাগরিকদের দিকে যত্নের হাত বাড়াল ইমোহা


নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- 

শহরের প্রবীণ নাগরিকদের জেরিয়াট্রিক পদ্ধতিতে যত্ন দিতে উদ্যোগী হল এক সংস্থা। তিলোত্তমার বহু প্রবীণ নাগরিক যাদের সন্তান বিদেশে থাকায় একাকিত্বে ভুগছেন। তাঁদের কাছে অর্থ থাকলেও চিকিৎসা পরিষেবা, ঔষুধ পৌঁছে দেওয়ার মতো কেউ নেই। সেই সমস্ত প্রবীণ নাগরিকদের পরিষেবা দিতে হাত বাড়িয়ে দিল ইমোহা এল্ডারকেয়ার। 

ইতিমধ্যে ইমোহা এল্ডারকেয়ার পাঁচ বছর ধরে দেশে প্রবীণ নাগরিকদের জন্য কাজ করছে। বর্তমানে বিশ্বের ১১০টি শহরে সংস্থার সেন্টার রয়েছে। সারা দেশে ৬০,০০০-রও বেশি প্রবীণদের পরিষেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সিইও সৌম্যজিৎ রায়। তিনি এই বিষয়ে উল্লেখ করেন কলকাতায় সংস্থার পক্ষ থেকে ১৫টি সেন্টার খোলা হয়েছে যেখানে প্রবীণ-প্রবীনারা যোগাযোগ করলে তাঁদের চিকিৎসার জন্য সমস্ত পরিষেবা প্রদান করা হবে। হাসপাতালে ভর্তির জন্য অ্যাম্বুলেন্স থেকে ওষুধ পৌঁছে দেওয়া। সংযোগ করেন বার্ষিক ৫৯৯ টাকা একজনের জন্য ও ৮৯৯ টাকা স্বামী -স্ত্রী দুজনের মেম্বারশিপ।

Post a Comment

0 Comments