Header Ads Widget

Responsive Advertisement

NB News ! বাংলায় প্রথম সিলিকনের দুর্গা প্রতিমা

নিউজ ডেস্ক:- গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। চারদিকে চলছে তারই প্রস্তুতি।বর্ষাকে উপেক্ষা করেই ইতিমধ্যে শুরু হয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব।বরানগর ন - পাড়া দাদা ভাই সংঙ্ঘ সার্বজনীন দুর্গা পুজো কমিটিও শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি। 


কারণ এবছর তাদের প্রতিমা তৈরি করেছে সিলিকনের যেটা বাংলায় প্রথম।এর আগে বাংলায় সিলিকনের প্রতিমা হয়নি। ।এই মুহূর্তে পুজো উদ্যোক্তা দের ব্যস্ততা তাই তুঙ্গে। প্রত্যেক বছরই ন - পাড়া দাদা ভাই সংঘ নতুন নতুন থিম করে এমনকি প্যান্ডেল থেকে শুরু করে সবকিছুরই নতুন চমক থাকে এবছরও আর এক নতুন চমক সিলিকনের দুর্গা প্রতিমা।


পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রস্তুতি এখন তুঙ্গে। এখন শুধু সময়ের অপেক্ষা। উদ্যোক্তারাও যেমন অপেক্ষায় রয়েছেন তাদের কাজ দর্শকদের সামনে ফুটিয়ে তোলার, ঠিক তেমনই শিল্পীদের কাজ চাক্ষুষ করার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও।
মায়ের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিশিষ্ঠ চলচ্চিত্র শিল্পী এবং সাংসদ , শ্রী শত্রুঘ্ন সিনহা, বিশিষ্ঠ চলচ্চিত্র শিল্পী ও বাংলার জনপ্রিয় সুপার স্টার সাংসদ শ্রী দীপক অধিকারী ( দেব ) । 



এছাড়াও উপস্থিত থাকবেন পুজো কমিটির প্রধান উপদেষ্টা সাংসদ অধ্যাপক সৌগত রায় , পুজো কমিটির সভাপতি বিধায়ক শ্রী তাপস রায় । বিধায়ক শ্রী মদন মিত্র । বরানগর পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি অপর্ণা মৌলিক সহ বিশিষ্ঠ ব্যক্তিরা । দলমত নির্বিশেষে সমস্ত স্তরের ধর্মীয় নাগরিকদের বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ন - পাড়া বরানগর শারদোৎসবের শ্রী অঞ্জন পাল মুখ্যসংগঠক , পূজা কমিটি শ্রী বিশ্বজিৎ বন্দ , শ্রী নিতাই ভদ্র , শ্রী চঞ্চল সাহা ত্রয়ী সাধারণ সম্পাদক , পূজা কমিটি।

Post a Comment

0 Comments