Header Ads Widget

Responsive Advertisement

NB News! পুজোর আগে মডেলিং প্রতিযোগিতা

ডিজিটাল ডেস্ক :- দক্ষিণ কলকাতায় সদ্যই হয়ে গেল কলকাতা ফিল্মস এন্ড এম এম মডেলিং হাউসের উদ্যোগে ফ্যাশন শো এবং মডেলিং প্রতিযোগিতা।মহিলা ,পুরুষ, শিশু মিলিয়ে মোট ২০ জন মডেল উপস্থিত ছিলেন এই মডেলিং কনটেস্টে।এই প্রতিযোগিতা থেকে যারা পুরষ্কৃত হলেন, তাদের কেরিয়ার যাতে উজ্জ্বল হয়,সেই জন্য সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলেই জানালেন কর্ণধার চিরঞ্জিত।



এদিনের অনুষ্ঠানে বিচারক মন্ডলীর আসনে উপস্থিত ছিলেন বিচারক ও বিশেষ অতিথি আসনে ছিলেন ডিরেক্টর জয়দেব পারিয়াল,ডিরেক্টর অরিজিৎ দে,বিখ্যাত অভিনেত্রী ডঃ রনিতা রায়,বিখ্যাত অভিনেত্রী সুভংকরি ধর,বিখ্যাত নৃত্য পরিচালক ইন্দ্রজিৎ বাবু,নৃত্য পরিচালিকা লীনা দাস,বিখ্যাত অভিনেত্রী শীলা কৌরী, ইন্ডিয়ান সোশালমিডিয়া ও হিউম্যান রাইটস এর এমডি মাননীয় অরুন ব্যানার্জি,বিখ্যাত মডেলার শুভদীপ,মডেল গ্রুমিং এর দায়িত্বে ছিলেন অনুষ্ঠানের মডেলিং কোরিওগ্ৰাফার অরিন্দম চ্যাটার্জি মহাশয়।

চিরঞ্জিত বাবুর কথায়,এত বড় অনুষ্ঠান সফল করার পিছনে ওনার দুই সহযোগী মিমি ও মেরিলিনের যেমন অবদান আছে,তেমনই অবদান আছে কোয়না, তৃষ্ণা, রশনি, মেঘনা, কোয়েল, জ্যাকি,সাগর, বাপ্পা, গৌতম,  মিতালী মাইতি, অনিতা ঘোষ, অরিজিৎ প্রভিতি অনেকেই।মডেলিংয়ের মাঝে ছিল নৃত্যানুষ্ঠান।অনুষ্ঠানের শেষে বেঙ্গল কিং ও কুইন নির্বাচন করা হলো এবং শিশু বিভাগে সর্বোচ্চ পুরষ্কার দেওয়া হল। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।

Post a Comment

0 Comments