ডিজিটাল,২০২২:- ভারত তার স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে পালন করছে আজাদি কা অমৃত মহোৎসব। তারই পাশাপাশি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিও এই দেশের ঐতিহ্য, উদ্ভাবন ও সমসাময়িক বিস্ময়ের সুসমৃদ্ধ যাত্রাপথ এই দেশের শানিত অগ্রগতির পথ প্রশস্ত করেছে। সেই উপলক্ষেই তারা নিয়ে এসেছে একটি নতুন সিরিজ – দ্য জার্নি অব ইন্ডিয়া এবং এটির প্রিমিয়ার হবে আগামী 10 অক্টোবর। এই সিরিজের নেপথ্য ভাষ্যে আছেন বলিউডের কিংবদন্তী মহানায়ক অমিতাভ বচ্চন। তিনি আবার ইনক্রেডিবল ইন্ডিয়া-রও মুখ। এই সিরিজে বলা ভারতের ঐতিহ্যের পরম্পরার কথা এবং সেই সঙ্গে সম্মাননীয় ব্যক্তিত্ব ও নেতাদের কথাও।
বহু বিচিত্র বিষয়ের সম্ভার তুলে ধরা হবে অনন্য এই সিরিজে। এখানে এই দেশের গত 75 বছরের অগ্রগতি, প্রভাব ও কৃতিত্বের উপর গভীর আলোকপাত করা হবে। এখানে দেখানো হবে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমাদের দেশের অগ্রগতি সহ আমাদের আশা-আকাঙ্ক্ষা এবং সফল মহাকাশ অভিযানের পাশাপাশি এখানকার সিনেমার জগতও যা শুধু আমাদের বিনোদনই করে না আমাদের অনুপ্রাণিতও করে। এ দেশের উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নানা ধরনের ধর্ম বিশ্বাসের পরিচয় পাওয়া যায় সেই সঙ্গে আবার আছে খাদ্যাভ্যাসের বৈচিত্রও। এই সব আকর্ষণীয় কাহিনি সারা পৃথিবীর সমাদর লাভ করেছে। ভারত গত 75 বছরে ধীরে কিন্তু অবিচল ভাবে বিশ্ব-মঞ্চে নিজের উপস্থিতিকে মজবুত করেছে। ঐতিহাসিক দলিলের সমান অজস্র ফুটেজ দেখা যাবে এই সিরিজে, সেই সঙ্গে শোনা যাবে বহু সম্মাননীয় ব্যক্তি ও বিশেষজ্ঞদের কথাও।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির জেনারেল ম্যানেজার- সাউথ এশিয়ার অর্জুন নোহওয়ার জানালেন, “ভারত এখন তার স্বাধীনতার 75 বর্ষপূর্তি উদযাপন করছে। এই উপলক্ষে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি নতুন যে সিরিজ নিয়ে এসেছে তাতে সেই সব অনন্য কাহিনিগুলিকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতাকেই প্রকাশ করে, যেসব কাহিনি অনুপ্রাণিত করে। দর্শকের সামনে আমরা ভারতের প্রাণবন্ত সেই সব কাহিনি তুলে ধরব যা এই দেশের নীতি, এখানকার বৈচিত্রময় সংস্কৃতি ও এখানকার মানুষের মন-মেজাজকে ধরে রেখেছে। এবং এই কাজে কিংবদন্তী শিল্পী অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।”
এই সিরিজ সম্পর্কিত বিস্তারিত তথ্য ঘোষণা করা হবে আসন্ন সপ্তাহগুলিতে।
ভারতে দ্য জার্নি অব ইন্ডিয়া-র প্রিমিয়ার হবে 10 অক্টোবর তারিখে ডিসকভারি চ্যানেল, TLC, ডিসকভারি সাইন্স, ডিসকভারি টার্বো ও Dতামিলে।
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি সম্পর্কে কিছু কথা
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (NASDAQ: WBD) হল শীর্ষ স্থানীয় একটি আন্তর্জাতিক মিডিয়া ও বিনোদন কোম্পানি যারা টেলিভিশন, ফিল্ম ও স্ট্রিমিং-এর জন্য সবচেয়ে বৈচিত্রপূর্ণ ও সম্পূর্ণ কনটেন্টের পোর্টফোলিও তৈরি করে এবং সেগুলির পরিবেশনা করে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি সারা বিশ্বের দর্শকদের অনুপ্রাণিত করে, তাদের নানা তথ্য দেয় এবং বিনোদন করে। এই সব কাজ তারা করে তাদের আইকনিক ব্র্যান্ড ও প্রোডাক্টের মাধ্যমে। যেমন: ডিসকভারি চ্যানেল, ডিসকভারি+, CNN, DC, ইউরোস্পোর্ট, HBO, HBO ম্যাক্স, HGTV, ফুড নেটওযার্ক, OWN, ইনভেস্টিগেশন ডিসকভারি, TLC, ম্যাগনোলিয়া নেটওয়ার্ক, TNT, TBS, truTV, ট্রাভেল চ্যানেল, মোটর ট্রেন্ড, অ্যানিম্যাল প্ল্যানেট, সাইন্স চ্যানেল, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স, ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন, ওয়ার্নার ব্রাদার্স গেম্স, নিউ লাইন সিনেমা, কার্টুন নেটওয়ার্ক, অ্যাডাল্ট সুইম, টার্নার ক্লাসিক মুভিজ, ডিসকভারি এন এস্পানল, হোগার ডে HGTV ইত্যাদি। বিস্তারিত তথ্যের জন্য দেখুন www.wbd.com.
0 Comments