Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি PVT-এর সহযোগিতায় বিনায়ক অ্যাম্পিয়ার "হার গালি ইলেকট্রিক"- তারাতলায় তাদের ষষ্ঠ তম বিপণন কেন্দ্রের উদ্ভোধন করে ফেললো


ডিজিটাল কলকাতা:-
গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি PVT-এর সহযোগিতায় বিনায়ক অ্যাম্পিয়ার "হার গালি ইলেকট্রিক"- তারাতলায় ডায়মন্ড হারবার রোডের উপরে তাদের ষষ্ঠ তম বিপণন কেন্দ্রের উদ্ভোধন হয়ে গেল।



এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি প্রাইভেট লিমিটেড'-এর জাতীয় বিক্রয় প্রধান সব্যসাচী চক্রবর্তী, গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি প্রাইভেট লিমিটেড'-এর আঞ্চলিক বিক্রয় প্রবন্ধক শঙ্কর রায়, 'বিনায়ক অটোমোবাইল'-এর ব্যবস্থাপক নির্দেশক সমীরণ গোড়িয়া ও চুমকি গোড়িয়া।




এই বিপণন কেন্দ্রে তিন ধরনের ইলেকট্রিক বাইক পাওয়া যাবে সেগুলো হলো'প্রাইমাস', 'ম্যাগনাস এক্স' এবং 'জিল এক্স'।এই বাইক এর দাম ১০৯০০০/- থেকে শুরু করে ১,৬৬০০০/- মধ্যে। ইলেকট্রিক বাইক নিয়ে অনেকের একটু ভীতি আছে কারণ সবাই চিন্তা করে বৃষ্টি বা জলে চললে কি হবে।কিন্তু এই বাইক গুলো অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি যা জল এবং বৃষ্টির মধ্যে অনায়াসে চলতে পারে কোনো অসুবিধে তাতে হবেনা।



এই বাইক একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার চলবে। মটর, ব্যাটারি,চার্জার, কন্ট্রোলার,কনভার্টার এর উপর থাকছে ৫বছরের ওয়ারেন্টি।আর সব থেকে সুবিধে যেটা করেছে সেটা হলো RSA মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্স যেটা চারচাকায় দেখা যায় সেটা এই কোম্পানি থেকে পাওয়া যাবে।

Post a Comment

0 Comments