ডিজিটাল ডেস্ক,কলকাতা,জুলাই ২০২৩ঃ
চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হতে চলেছে এক বিশেষ চিত্র প্রদর্শণী। এই আর্ট প্রদর্শণীটি ১লা আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত চলবে। প্রদর্শণীটি প্রতিদিন দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দেখা যাবে। চিত্রকূট আর্ট গ্যালারির এই বিশেষ প্রদর্শণী জুড়ে থাকছে শুধু যামিনী রায়ের একক ছবি।
এই সম্পূর্ণ বিষয়টি আয়োজন করেছেন, চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার।
প্রসঙ্গত, যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরেন। যামিনী রায় নিজে পটুয়া না হলেও, নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন।
পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখর চিত্র তিনি তার ছবির ‘ফর্ম’ হিসেবে গ্রহণ করতেন।বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তী সময় সম্পূর্ণ দেশীয় তথা গ্রামবাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বকীয়তার লক্ষ্যে তিনি লোক সংস্কৃতিকে বেছে নিয়েছিলেন।
নিজস্ব বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। তিনি বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ পেলেও কখনও বিদেশে যাননি। বরং বাংলার মাটিতে নিজের সমস্ত প্রতিভা বিকশিত করেছেন।
0 Comments