Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! প্রকাশিত হয়ে গেল জুনিয়র পি.সি.সরকারের জীবনী নির্ভর তথ্যচিত্র"জুনিয়র দ্য ম্যাজিসিয়ান অব অল টাইম"


ডিজিটাল ডেস্ক, কলকাতাঃ
কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে গেল বিশ্বখ্যাত জাদুকর জুনিয়র পি সি সরকারের জীবনী নির্ভর তথ্যচিত্র 'জুনিয়র দ্য ম্যাজিসিয়ান অব অল টাইম'-এর প্রথম পর্ব । তথ্যচিত্রটি দেখা যাবে 'এফ এম ডি মিউজিক বাংলা' ইউটিউব চ্যানেলে। এই তথ্যচিত্রটির ভাবনা, কাহিনী, চিত্রনাট্য ও সংগীত উপস্থাপনা করেছেন অভিজিৎ পাল।





কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র পি.সি সরকার,তাঁর স্ত্রী জয়শ্রী সরকার,কন্যা অভিনেত্রী মৌবনি সরকার , বিধায়ক মদন মিত্র , 'এফ এম ডি মিউজিক বাংলা' র কর্ণধার রমেশ ভান্ডারী , নিউজ ওনলি 24 ডট কমের সম্পাদক কুণাল সাহা ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।




অনুষ্ঠানে অভিজিৎ পাল জানান , সিনিয়র পি সি সরকার মারা যাওয়ার পর , কি করে আর এক জাদুকরের জন্ম হলো অর্থাৎ প্রদীপ সরকার কি করে জুনিয়র পি সি সরকার হয়ে উঠলেন সেই ঘটনা নিয়েই তৈরী হয়েছে অ্যানিমেশন ভিত্তিক ১৪ মিনিটের প্রথম পর্ব।



প্রথম পর্ব পরিচালনা করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন সৌমদীপ হালদার। ভাষ্যপাঠে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। মোট চারটে পর্ব তৈরি করতে চলেছেন অভিজিৎ। প্রতিটি পর্বেই থাকছে চমক।




অনুষ্ঠানে 'জুনিয়র' তথ্যচিত্রটি প্রকাশের সঙ্গে সঙ্গে কয়েকজন জুনিয়র শিল্পীকে সম্বর্ধনা জানানো হয়। এদের মধ্যে ছিলেন সীমা দেবনাথ , চিত্রকর অতনু , পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী প্রমুখ।

Post a Comment

0 Comments