Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হল প্রখ্যাত চিত্রকর রবীন বরের চিত্র প্রদর্শনী


ডিজিটাল ডেস্ক, কলকাতাঃ
অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর নর্থ গ্যালারি-তে শুরু হল প্রখ্যাত চিত্রকর রবীন বর-এর একক চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনী চলবে ১৪ আগস্ট পর্যন্ত।



প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন। এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ধর্মতত্ত্ব বিশেষতঃ কৃষ্ণের জীবনের নানা দিক ।





চিত্রকর রবীন বর জানিয়েছেন, "বিভিন্ন মাধ্যম মিলিয়ে মোট ১১৩ টা চিত্রকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত করা হয়েছে।


এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "অভিনেতা তথা বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী , চিত্রশিল্পী সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, রঞ্জিতকুমার রাউত সহ চিত্র সমালোচক প্রশান্ত দাঁ ছাড়াও আরও অনেকে ।সৃষ্টিশীল চিত্রকর্মের জন্য এর আগে একাধিক সংস্থা থেকে সম্মানিত হয়েছেন চিত্রকর রবীন বর।



প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের চমক ছিল চিত্রকর রবীন বরের একই সাথে দুই হাত ব্যবহার করে দুটো পৃথক ছবি আঁকা।

Post a Comment

0 Comments