Header Ads Widget

Responsive Advertisement

Newe A Bangla! হাওড়ার মিউনিসিপাল কর্পোরেশনের ৫৪নম্বর গিরিশ ঘোষ রোডের গণেশ পুজো

নিউজ ডেস্ক, কলকাতা:
ভারত বর্ষের বিভিন্ন জায়গাতে আজ ধুমধাম করে গনেশ চতুর্থীর পূজোর শুভারম্ভ হল।পশ্চিম বঙ্গে আগে কিছু কিছু জায়গায় আগে এই গণেশ পুজো হতো এখন তা অনেক বেড়ে গেছে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি সবজায়গাতেই ধুম ধাম করে পুজো হচ্ছে।


সেরকমই হাওড়ার মিউনিসিপাল কর্পোরেশনের ৫৪নম্বর গিরিশ ঘোষ রোডের এর ৬০ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে আজ থেকে আট বছর আগে সিদ্ধিদাতা গণেশের মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই মন্দিরেও আজ গনেশ চতুর্থী পূজোর শুভারম্ভ হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন দিবাকর চক্রবর্তী ,চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিরা।

Post a Comment

0 Comments